মতামত

মাহে রমজান

উম্মে হাবিবা চৌধুরী::

মেঘলা আকাশের কোটরে
উঁকি দিচ্ছে এক ফালি চাঁদটা,
শুরু হলো আজ থেকে সিয়াম সাধনা।
সংযম, শুদ্ধতা,
স্রষ্টার আনুগত্যতা
রোজারই মর্মগাঁথা।

নয় হিংসা, নয় বিদ্বেষ,
নয় হানাহানি,
রহমতের মাস
স্রষ্টার আদেশ
রোজা নিয়ে এলো শান্তির বার্তা।

প্রত্যেকে প্রত্যেকেরে করিবো স্নেহ মমতা,
পরস্পর পরস্পরের প্রতি রাখিবো সহিষ্ণুতা,
প্রত্যেকের প্রতি প্রত্যেকে রাখিবো শ্রদ্ধা।
সাম্য, মৈত্রী, মানবতা
ইসলামের দীক্ষা।
ঘরে ঘরে জ্বালো আলোকবর্তিকা,
বিকশিত হোক মাহে রমজানের শিক্ষা।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button