খবরাখবর

রাউজানে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই ৮ দোকান

আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে দূর্বৃত্তদের দেওয়া আগুনে বিখ্যাত মিষ্টির দোকান ও গোডাউন সহ ৮টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭-মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত  হলেন মিলন নাথ, শাহা আলম, আনন্দ ভট্টাচার্য, এজাবতুল্লাহ, আবসার, শুভ নাথ, সমির নাথ, পিন্টু নাথ।

এ ব্যাপারে শ্যামা মিষ্টি বিতানের মালিক ক্ষতিগ্রস্ত মিলন নাথ অভিযোগ করে ভোরের ডাককে বলেন, কালি মন্দিরের জায়গা এবং এক স্থানে দুটি মন্দির করার বিষয় নিয়ে অপর মন্দির কমিটির সাথে তার বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে।

গত ১৫ দিন আগেও একবার আগুন দিয়েছিল। আমার কর্মচারীরা জেগে থাকায় সেদিন নেভানো সম্ভব হয়।

আগুন ধরিয়ে দেওয়া কাপড় ও কাঠি পাওয়া যায় সেদিন। আমি আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো.ফোরকান ভোরের ডাককে বলেন, কিছুদিন আগেও শত্রুতা করে কে বা কারা আগুন দিয়েছিল বলে জানতে পারি। এ ব্যাপারে মিলন ইউনিয়নে একটি অভিযোগ নিয়ে যান। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো.নজরুল ইসলাম ভোরের ডাককে বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আমাদের ধারণা।

তবে ক্ষতিগ্রস্তরা আগুন কেউ ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন। সেটা তদন্ত সাপেক্ষে করলে বের হয়ে আসবে।

Please follow and like us:

Related Articles

Back to top button