বৃহত্তর চট্টগ্রামের খবর
রাঙ্গুনিয়ায় স্কুলে যাওয়ার পর নিখোঁজ স্কুলছাত্রী তাসফিয়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছে তাসফিয়া আক্তার নামের এক স্কুলছাত্রী।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে এ ঘটনায় তার বাবা আবদুস সফুর রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে গত রোববার স্কুলে যাওয়ার কথা বলে সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সে।
তাসফিয়া রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকার আবদুস সফুরের মেয়ে ও রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
তাসফিয়ার বাবা আবদুস সফুর জানান, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। স্কুলে তাসফিয়ার সহপাঠীদের সাথে কথা বললে তারা জানায়, সে স্কুলে ঢুকেনি। তবে রাস্তা দিয়ে একা চলে যেতে দেখেছে তারা।